বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রাক্তণ মেম্বার ও সালিশি ব্যক্তিত্ব মো. আমির খাঁন (৭০) আর নেই। (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৩ জুন শনিবার সকাল ১০টা ২৫ মিনিটের সময় তিনি শিওরখাল গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ১মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঐ দিন বাদ আছর স্থানীয় জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক লোক শরিক হন। জানাজার নামাজে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলা আব্দুর রহমান (কলুমার হুজুর)।