এবারও বালাগঞ্জ-ওসমানীনগরের মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। গত বুধবার দুপুরে স্থানীয় তাজপুর ডাকবাংলোয় আনুষ্ঠানিকভাবে উপহার হিসেবে ঈদ বস্ত্র সমূহ মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়।
ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা ফেরদৌস খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপহার দাতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন কনা, মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, আবদুল মালেক, সোনাহর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, লুৎফুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, যুবলীগ নেতা মইন উদ্দিন মোহন, সেলিম রেজা, হোসাইন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সোহেল আহমদ মুন্না, মালেক সৈকত, অপু দেব, মুক্তিযোদ্ধা সন্তান রাসেল আহমদ তালুকদার প্রমুখ।