আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির জনক শেখ মুজবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশকে সুখী সমৃদ্ধ ও ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। সে স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। বর্তমানে সকল ধর্মের মানুষ একে অপরের ধর্মীয়সহ সব ধরণের উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আজ সারাদেশে নির্বিঘ্নে দুর্গা উৎসব পালিত হচ্ছে। তিনি দেশের শান্তি ও অগ্রগতি অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চেয়ে স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি ১৭ অক্টোবর (বুধবার) বালাগঞ্জ উপজেলা সদরের মদনমোহন জিউ আশ্রম কেন্দ্রীয় পূজামন্ডপ ও নবীনগর পূজামন্ডপ, পূর্বগৌরীপুর ইউনিয়নের বিনোদনপুর পূজামন্ডপসহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শনকালে সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ টুটুল, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গির, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য মোঃ লুকন মিয়া, নুরুল ইসলাম ইছন, মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা , পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বদরুল আলম, বালাগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা বাচ্চু, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি সাংবাদিক রজত দাস ভূলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি মইনুল ইসলাম, মদনমোহন জিউ আশ্রম কেন্দ্রীয় মন্ডপের সেক্রেটারি রবীন্দ্র কুমার দাস, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল প্রমুখ।