শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রবাসীদের নিন্দা : সবাইকে সতর্ক ও সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের আহ্বান



বালাগঞ্জের শিওরখাল খায়রুন্নেছা দারুচ্ছুন্নাহ্ ইসলামিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় যুক্তরাজ্যে বসবাসরত উপজেলার গহরপুর এলাকার সর্বস্তরের প্রবাসীবৃন্দ এর তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক অপরাধীদের বিরুদ্ধে আশু-আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।

এ পর্যন্ত এ ঘটনায় এলাকাবাসী, যুব সমাজ, সাংবাদিক ও প্রশাসনের ভূমিকার প্রতি সাধুবাদ জানিয়ে তাঁরা বলেন, উক্ত ঘটনায় তদন্ত ও বিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্টতা দেখতে চাই। কোন ব্যক্তি বা গোষ্টি যাহাতে এ বিষয়কে কেন্দ্র করে স্বার্থ হাসিল না করতে পারে এদিকে সবাইকে আরও সতর্ক ও সুচিন্তিত পদক্ষেপ গ্রহন করতে হবে। তবে এ ধরনের জঘন্যতম কাণ্ডের বিচার রাষ্ট্রকেই করতে হবে।

প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগীদের মধ্যে বিবৃতি কারীরা হলেন – শাহনুর চৌধুরী (শিওরখাল), মেজর মাহবুবুর রহমান চৌধুরী (শিওরখাল), এস এ কালাম সেতু (হাজীপুর), ছহুল এ মুনিম (বরকতপুর), মিনার আলী (জামালপুর), আজির উদ্দিন আব্দাল (খাঁপুর), কলিম উল্লাহ্ বকুল (আনোয়ারপুর), মোহাম্মাদ সহিদুর রহমান (আলাপুর), রেজুয়ান আলী কয়েছ (শিওরখাল), আব্দুল হাফিজ জুয়েল (সিরাজপুর), সেলিম আহমদ (সিরাজপুর), জিএম চৌধুরী ফরহাদ (শিওরখাল), মিফতাউর চৌধুরী (শিওরখাল), মো. আরজু মিয়া (শিওরখাল), আজাদ মিয়া (রতনপুর), মো. বাহারাম খান (জামালপুর), মো. বাবুল মিয়া (কান্দিগাঁও), আব্দুল বাহার সেলু (জামালপুর), ছালেহ ইউসুফ (শিওরখাল), আনহার আলী (শিওরখাল), সাদিকুর রহমান (শিওরখাল), আনছার আলী (শিওরখাল), আক্তার আলী (শিওরখাল), নাসির খান (শিওরখাল), শামীম খান (শিওরখাল), বদরুল খান (শিওরখাল), আলম খান (শিওরখাল), গিয়াস মিয়া (শিওরখাল), সাইফুল ইসলাম রিপন (হাজীপুর), সাজ্জাদ আলী (শিওরখাল), জফুর আলী (বড়জমাত), আব্দুল আজিজ সোহেল (বড়জমাত), ফরহান নূর চৌধুরী (জামালপুর), আব্দুল বারি (শিওরখাল), ইকবাল খান (শিওরখাল), ইয়াকুব আলী (বরকতপুর), আরমান আলী (বরকতপুর), সৈয়দ আলী (বরকতপুর), আশিক মিয়া (বরকতপুর), মো. জিল্লুর রহমান (বরকতপুর), খোকন মিয়া (বরকতপুর), মাওলাা নজরুল ইসলাম (মোল্লা পাড়া), আব্দুল ওয়ালি সেজন (আনোয়ারপুর), হাবিবুর রহমান রুকন (শাহাপুর), লিটন চৌধুরী (শিওরখাল), মোতাহির আলী খসরু (বড়জমাত), আলমগীর চৌধুরী (শিওরখাল), মো. হেলাল মিয়া (বরকতপুর), সামছুল হক (হায়দরপুর), আব্দুল মুনিম (জামালপুর), তোফাজ্জুল আলী (বরকতপুুর), শাহাব উদ্দিন লালা (শিওরখাল), ইমরুল চৌধুরী (শিওরখাল), আজাদ খান (শিওরখাল), আনহার আলী (আনোয়ারপুর), খিজির আহমদ (জামালপুর) ও আব্দুল মুমিন (হাজীপুর) প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!