শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে প্রবাসীদের আয়োজনে বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট



লেবাননের বৈরুতে প্রবাসীদের আয়োজনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। গত রোববার রাজধানীর হাজমিয়ার ‘হোপস’ ইনডোর গ্রাউন্ডে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বৈরুত একাদশ ক্লাব এর কিছু ক্রীড়াপ্রেমী প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশিদের ১৬টি দল অংশগ্রহণ করে এ টুর্নামেন্টে।

ফাইনাল খেলায় মাসুম জুটি ২-০ সেটে সোহাগ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি চ্যাম্পিয়ন ও রানারআপ জুটির হাতে ট্রফি তুলে দেন।

অসাধারণ খেলে দর্শক, খেলোয়াড় ও আয়োজকদের বিচারে টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে নেন প্রসেনজিৎ রায়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শিহাব মিয়া ও মাসুদ পারভেজ নিলয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!