সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হতে মফুর ও আনহার মিয়ার মনোনয়ন ফরম সংগ্রহ



মোস্তাকুর রহমান মফুর (বামে) ও মো. আনহার মিয়া

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এবং বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীতা পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গত বুধবার (০৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মোস্তাকুর রহমান মফুর নিজে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়ার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বালাগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম সজীব।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক মো. আনহার মিয়ার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!