সম্প্রতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন লণ্ডন মহানগর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সামস উদ্দিন তালুকদার সামসকে সভাপতি ও সরওয়ার জাহানকে সাধারণ সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন –
সহসভাপতি : আকতার হোসেন বাবলু, মতিউর রহমান, নূরুল হক, সোহেল আহমেদ, কিজির আহমেদ, আব্দুল মজিদ সিরাজ, শাহ শহীদ আলী, মিজানুর রহমান সেবুল, মুহাম্মাদ শরীফুজ্জামান, সায়েদ আহমেদ শাহীন, সাজ্জাদুর রহমান, দিলওয়ার হোসেন ও খালেদ সিকদার।
যুগ্ম সম্পাদক : শাহিদুর রহমান, সাহেল আহমেদ তপাদার , মোঃ সিনু মিয়া, কবির আহমেদ রুবেল, রানা আব্দুল্লাহ, রুহুল আমিন চৌধুরী ও পীর ফয়সাল।
সাংগঠনিক সম্পাদক : এম এ গণি, রাসেল সিরাজ, আবু ছলমান মুরাদ, জাহাঙ্গীর খান, আনহার আলী ইয়াকুব।
সহসাংগঠনিক সম্পাদক : মোঃ রুকন মিয়া, জামান শামীম, কামরান কমর, মোঃ জিতু মিয়া, মাহফুজ রহমান মধু। কোষাধ্যক্ষ : আছাওর আলী, সহকোষাধ্যক্ষ : মোঃ হেলাল আহমদ।
দপ্তর সম্পাদক : সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক : সায়েক আহমদ, সহপ্রচার সম্পাদক : আতিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক : জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : আসফাক রহমান সোহেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক : সাজিদুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক : বেলাল আমীন, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক : মোঃ ফারুক মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : আব্দুল ওয়াহাব মনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক : শামীম আহমেদ।
কার্যকরী সদস্য : রুম্মান আহমেদ, বদরুজ্জামান চৌধুরী ঝুনা, আব্দুল আলীম, আজমল আলী, ফারুক মিয়া, আব্দুল আজিজ (আরিজ মিয়া), এমদাদ আলী রতন, আবুল ফয়েজ, আব্দুল আলীম ফয়সাল, এনামুল হক সানুর, সেলিম মিয়া, আব্দাল কামালী, নেফুর মিয়া, লিটন আহমেদ চৌধুরী।