শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন লণ্ডন মহানগর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত



গত ১১ই মার্চ ইস্ট লন্ডনের মক্কা গ্রীল রেস্টুরেন্টে বিকাল ৭ঘঠিকার সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন লণ্ডন মহানগর কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জনাব শামসুদ্দিন তালুকদার শামস এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সরওয়ার জাহান এর পরিচালনায় এবং সহসভাপতি শেখ মোঃ দেলোয়ার হোসেন দিনার এর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

উক্ত সভায় উপস্থিত থেকে সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম এ গণি। এর পর সাংগঠনিক আলোচনায় অংশ গ্রহণ করেন সহসভাপতিদের মধ্যে – মতিউর রহমান, সুহেল আহমেদ, নূরুল হক, সায়াদ আহমেদ শাহীন, খালেদ সিকদার, কিজির আহমেদ, শেখ মোঃ দেলোয়ার হোসেন দিনার। যুগ্ম সম্পাদকদের মধ্যে মোঃ সিনু মিয়া, রুহুল আমিন চৌধুরী। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে রাসেল সিরাজ, আবু ছলমান মুরাদ। সহসাংগঠনিকদের মধ্যে – মোঃ রুকন মিয়া, কামরান কমর। ট্রেজারার আছাওর আলী, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সায়েক আহমেদ, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব মনি, শিক্ষা বিষয়ক সম্পাদক শাজিদুর রশিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য জয়নাল আবেদীন। আরো অংশগ্রহণ করেন – নির্বাহী সদস্যদের মধ্যে আব্দুল আলীম ফয়সাল, আব্দুল আজিজ (আরিজ মিয়া), মোঃ আজম আলী, বদরুদ্দজজামান চৌধুরী ঝুনা, লিটন চৌধুরী, আব্দুল মান্নান প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – আগামী ১৮ মার্চ (সোমবার) রাত ১০ ঘঠিকার সময় মক্কা গ্রীল রেস্টুরেন্টে সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা। ও আগামী ২৫শে মার্চ (সোমবার) রাত ১২টা পর আলতাব আলী পার্কের শহীদ মিনারে সংগঠনের ব্যানারে ফুল দেওয়া। এতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়।

এদিকে উক্ত সভায় আগামী ২২ এপ্রিল নবগঠিত লণ্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানের জন্য তারিখ ও নির্ধারণ করা হয়। যার জন্য সবাইকে নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি ইসি মিটিংয়ের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। মিটিংয়ের স্থান ও দিনক্ষণ আগামী কয়েক দিনের মধ্যে জানানো হবে বলে উল্লেখ করা হয়। তাছাড়া সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রত্যেক মিটিংয়ে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য বিনীত অনুরোধ করা হয়।

পরিশেষে সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব আনহার আলী ইয়াকুবের আম্মার অকাল মৃত্যুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি পীর আব্দুল কাইয়ুম। দোয়ার পর উপস্থিত সবাইকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সভাপতি জনাব শামসুদ্দিন তালুকদার শামস সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!