যুক্তরাজ্যের শেফিল্ড আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টায় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান শাহিন।
শেফিল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা নাজমুল হক বাবলু, জাহিদুল ইসলাম, খলকু মিয়া প্রমুখ। কবিতা পাঠ করেন আব্দুর রশিদ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সুপরিচিতি লাভ করছে। বক্তারা আগামীদিনের সুখী, সমৃদ্ধ দেশ গঠনে শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেন।