বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় বসবাসরত শিক্ষক সিরাজুল ইসলাম খান আর নেই 



বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, আমেরিকায় বসবাসরত মো. সিরাজুল ইসলাম খান (সিরাজ স্যার) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় আমেরিকার মিশিগান শহরের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১বছর। তিনি ৫মেয়ে, ১ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষক মো. সিরাজুল ইসলাম খান ২০১৪ সালে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ থেকে অবসর গ্রহণ করেন। তিনি স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছিলেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক মো. সিরাজুল ইসলাম খানের মৃতদেহ বাংলাদেশে আনা হবে। মৃতদেহ দেশে আসার পর জানাযার সময়সূচি জানানো হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!