শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত



বালাগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই (শুক্রবার) বালাগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী মদন মোহন জীউ আখড়ায় মন্দির উন্নয়ন সংস্থার উদ্যোগে ও মদন মোহন আশ্রম কমিটির সার্বিক সহযোগীতায় শ্রী শ্রী “জগন্নাথ” দেবের রথযাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপী কর্মসূচী উল্টোরথ যাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

আজ সকাল ১০ ঘটিকায় ভাগবতীয় আলোচনা করেন শ্রীযুক্ত অর্পন দাস। দুপুর ১২ ঘটিকায় জগন্নাথদেবের মহিমা কীর্তন পরিবেশন করেন কীর্তনীয়া শ্রী সুমেন্দু বৈদ্য। বিকাল সাড়ে ৫ ঘটিকায় জগন্নাথ- বলদেব – শুভদ্রা মহারাণীসহ উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ব্যাপক ভক্ত সমাগম ঘটে।

উক্ত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন – বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, এস আই অপু দাস গুপ্ত, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ-সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পুলক দাস দুরন্ত, এস আই জিতেন্দ্র বৈঞ্চব, ,উপজেলা ছাত্রযুব ঐক্যের সাধারণ সম্পাদক অমল দাস আপন, বিকাশ সরকার মৃদুল দাস, মন্দির উন্নয়ন সংস্থার সভাপতি তম্ময় বনিক, সাধারণ সম্পাদক বিপ্লব দাস অভি, সাংগঠনিক সম্পাদক অসীম লাল দে, কোষাধ্যক্ষ সৌরভ পাল, অসিত দেব, মিঠু বৈদ্যসহ এলাকার সনাতন ধর্মলম্বী ব্যক্তিবর্গ।

শোভাযাত্রাটি মদন মোহন আশ্রম থেকে শুরু হয়ে হাসপাতাল, পশ্চিম বাজার, বাসষ্টেশন, মদন মোহন আশ্রমে এসে শেষ হয়। বৈঞ্চব ছিলেন দ্বীজ হরি দাসবৈঞ্চব ও রাধারমন দাস বৈঞ্চব।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!