বালাগঞ্জ উপজেলার নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাগুরু, দেওয়ান বাজার ইউনিয়নের প্রবীণ মুরুব্বি সদ্য প্রয়াত সিকন্দর আলীর চেহলাম সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত সোমবার (১৯ আগস্ট) মরহুমের নিজ বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নশিওরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা গিয়াস উদ্দিন।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে পূর্ব নশিওরপুর জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মাহবুবুর রহমান, নশিওরপুর হযরত শাহজালাল জামে মসজিদের সাবেক ইমাম হাফিজ আহমদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, জৈন্তাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজির উদ্দিন, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুনুর রশিদ, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের ভূমিদাতা সদস্য হাজী সাইস্তা মিয়া, সমাজকর্মী বাবরু মিয়া, প্রবাসী রফু মিয়া, ব্যবসায়ী কাদের নেওয়াজ খান শিবলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রওনক আহমেদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ শরিক হন। এছাড়া মরহুমের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিকন্দর আলী বার্ধক্যজনিত রোগে গত ১৩ জুলাই নশিওরপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন।