শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হজ্ব পালন শেষে আওয়ামী লীগ নেতা বাবুল মিয়ার ইন্তেকাল : সৌদিআরবে দাফন



দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া পবিত্র হজ্ব পালন শেষে সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ২৩মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। তাঁর মৃতদেহ দেশে আনা হবে না। সৌদিআরবের পবিত্র মক্কায় আজ বাদ আসর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব মিশনের তত্ত্ববধানে থাকা সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মরহুম বাবুল মিয়ার সঙ্গে হজ্বে যাওয়া সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আকরাম হোসেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. দিলু মিয়া ও মাওলানা মো. ইয়াকুব মরহুমের সাথে রয়েছেন এবং সব কিছু দেখা শুনা করছেন।

এদিকে আজ বাদ এশা মরহুমের জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!