বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার শোয়াইব শাহ এর সহধর্মিণী দানিয়া মামুন আবারও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন এমন খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি ফলাও করে প্রচার হচ্ছে। তিনি ইতোপূর্বে ক্ষমতাসীন দলের সাথে মত পার্থক্যের কারণে এই পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি প্রথমে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ও পরে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত শোয়াইব এর সাথে ১৯৯৬ সালে দানিয়া মামুনের বিয়ে হয়। সে সময় তাঁরা বার্মিংহামে বসবাস করতেন। বিয়ের পূর্বে তাঁরা একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন এবং সেখান থেকেই পরিচয় ও পরে প্রণয় হয়। দানিয়া মামুনের বাবা মামুন আবদুল গাইয়ুম মালদ্বীপের প্রেসিডেন্ট থাকাকালে উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। বর্তমানে তাঁদের ঘরে ৩টি সন্তান রয়েছে। তারা হচ্ছে – রাফফান শাহ, ঈয়াদ শাহ ও সারাহ শাহ।
বার্মিংহামে বসবাসকালীন সময় এই প্রতিবেদক বিলেতের সাপ্তাহিক সুরমা পত্রিকার পক্ষ থেকে দুনিয়া মামুনের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন।
১৯৯৬ সালে সবেমাত্র তাঁদের বিয়ে যখন সম্পন্ন হয় এর পরের সপ্তাহেই এ সাক্ষাৎকারটি নেয়া হয়। এ সময় তাঁর স্বামী বিশিষ্ট আইনজীবী শোয়াইব শাহ ছাড়াও আরো উপস্থিত ছিলেন শোয়াইব শাহ এর পিতা বার্মিংহাম মসজিদের সাবেক গ্র্যান্ড ঈমাম ড. মাওলানা আবদুর রহিম ও বর্তমানে ক্রয়ডন কাউন্সিলের মেয়র হুমায়ুন কবির।
দানিয়া মামুন নিজ দেশে লেখাপড়া শেষে ১৯৯২ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে সোশ্যাল এন্ত্রপলিজিতে বিএ অনর্সি ডিগ্রি ও ১৯৯৬ সালে অন্যতম বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান এলএসই থেকে পলিটিক্যাল সাইন্সে এমপিল ডিগ্রি লাভ করেন। এরপর তিনি নিজ দেশের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন। তবে দানিয়া মামুন কখনও তাঁর শ্বশুর বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে আসেন নি।