জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত সোমবার বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে কলেজের বিভিন্ন স্থানে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
এ বিষয়ে বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি বলেন, এটা একটা ভালো উদ্যোগ। তবে শুধু গাছ লাগালে হবে না, গাছের উপকারিতা সম্পর্কে ও মানুষকে জানাতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন – আব্দুল জলিল, প্রনয় পাল, আসলাম আহমদ, নন্দা দে, ইমরুল কায়েস মৃদা, মীম আলীফ বাশার , কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয় প্রমুখ।
এ বিষয়ে বালাগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশকে একটি সবুজ শ্যামল দেশ হিসেবে গড়ে তুলতে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই উদ্যোগ। শিক্ষার্থীকে গাছের উপকারিতা সম্পর্কে জানানো হচ্ছে যাতে সবাই গাছ লাগাতে আগ্রহী হয়।
উল্লেখ্য, বালাগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।