শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী পালন



বালাগঞ্জে ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‌্যালি, আলোচনা, ফ্রি মেডিকেল ক্যম্প, ঋণ বিতরন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।

শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমার মফুর।

তিনি বলেন, ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি,উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি’র চেয়ারম্যান মো: আনহার মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ এম শাহরিয়ার আহমদ,উপজেলা প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া, সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা মোঃ আবুল হোসেন,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন,বালাগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক শাহাবুদ্দিন শাহিন, কুশিয়ারা কূলের প্রকাশক হুসাইন আহমদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মস্তফা বাচ্চু,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক আইনুর আহমদ রুমন, হুজুর আব্দুল আজিজ খান, স্কাউট হাফিজুর রহমান অয়ন,বালাগঞ্জ বাজার বনিক সমিতির সেক্রেটারি কাওছার আহমদ কওছর, উপজেলা ছাত্রলীগের সাধারন রুবেল অাহমদ, সাংবাদিক জাগির হোসেন সহ প্রমুখ।

অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম হাফিজ মাও: কামরুল ইসলাম এবং গীতা পাঠ করেন বালাগঞ্জ সরকারি ডি.এন.উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রমোদ ধর। রচনা প্রতিযোগীতায প্রথম হন হাফিজুর রহমান অয়ন,দ্বিতীয় বিশ্ব রুপ দাস শান্ত, তৃতীয় মোহন দাস পার্থ। চিত্রাংকন প্রতিযোগীতায় প্রথম লাবন্য সরকার সেজ্যুতি, দ্বিতীয় প্রত্যাশা চক্রবত্তী, তৃতীয় তুলনা দেবনাথ। উল্লেখ্য যে, জাতীয় শোক দিবস উপলক্ষে মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!