বালাগঞ্জের মাইজাইল ও চুকিয়া উলুখালে গত দুদিন পোনা অবমুক্ত করা হয়। ২০১৯- ২০২৯ আর্থিক সালের রাজস্ব বাজেটের আওতায় বালাগঞ্জ উপজেলায় “মাইজাইল বিলে ১৪ আগষ্ট পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ সুলতান আহমদ।
এসময় সাথে ছিলেন – বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, বালাগঞ্জ সহকারী কমিশনার ( ভুমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, , বালাগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ( অঃদাঃ) নির্মল চন্দ্র বনিক।
পোনা অবমুক্তকরণে আরো উপস্থিত ছিলেন -এস এ ডি, কমিটির সকল কর্মকর্তা, সুফলভোগী, স্থানীয় নেত্রীবৃন্দ ও সুধীজন।
এদিকে গত ১৫ আগষ্ট বিকালে বালাগঞ্জ “চুকিয়া উলুখাল” এ পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, সিলেট ৩ আসনের সংসদ সদস্যের পিএস জুলহাস আহমেদ, বালাগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) নির্মল চন্দ্র বনিক, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ সহ কমিটির অন্যান্য কর্মকর্তা, সুফলভোগীবৃন্দ, স্থানীয় নেত্রীবৃন্দ ও সুধীজন উপস্থিত থেকে পোনা অবমুক্তি করেন। বালাগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক জানান, মাইজাইলে ২ শ কেজি ও চুকিয়া উলুখালে ১৩৬ কেজি পোনা অবমুক্ত করা হয়। যেখানে রুই, কাতলা ও মৃগেলের পোনা ছিল।