বালাগঞ্জে মাছ ধরতে গিয়ে সাকিল আহমদ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া গেছে। নিহত সাকিল বালাগঞ্জ সদর ইউনিয়নের বড়চর ইলাশপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।
জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে সাকিব বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যায়। দুপুর হয়ে গেলেও সে বাড়িতে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলে পাশের খালে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় অনেকের ধারণা সাপের কামড়ে সাকিলের মৃত্যু হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বিষয়টি সত্য। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তবে এটি হত্যা নাকি অন্যকিছু পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া আপাতত কিছু বলা যাচ্ছে না।