কালভার্ট থাকা সত্ত্বেও রাস্তা না থাকায় বালাগঞ্জে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বালাগঞ্জ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পাশাপাশি দুটি কালভার্ট নিষ্প্রাণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু রাস্তা না থাকায় সংশ্লিষ্ট এলাকার কয়েকটি গ্রামের জনসাধারণ এ কালভার্ট দুটি ব্যবহার করতে পারছেন না। কালভার্টের দু’পাশে রাস্তার নামমাত্র অস্তিত্ব দেখা গেলেও পর্যাপ্ত মাটি ভরাটের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সরেজমিন দেখা যায়, সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক থেকে শুরু হওয়া প্রায় অর্ধকিলোমিটার দৈর্ঘ্যরে রাস্তাটি রুপিয়া-বির্ত্ত্বনীয়া গ্রামের ভেতরে গিয়ে মিলিত হয়েছে। একটি কালভার্টের দৈর্ঘ্য ৩০ ফুট ও অন্যটির দৈর্ঘ্য ২০ ফুট। কালভার্টগুলোর সংযোগ অংশে গার্ডওয়াল না থাকায় মাটি টিকছে না। বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মুনিম এ ব্যাপারে বলেন, বিগত দিনে এই রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়েছিল। কিন্তু বন্যার কারণে মাটি ধসে পড়েছে।