সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৯ উপজেলা পর্যায়ে গণিতে প্রথম স্থান অধিকার করেছে ফেঞ্চুগঞ্চ শাহজালাল এনজিএফএফ স্কুলের সৃজন।
গত রবিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম দাস সৃজন উপজেলার পুরান বাজারের বাসিন্দা। সে ২০২০ সালের এসএসি পরিক্ষায় অংশ নিবে। ছোট বেলা থেকেই মেধাবী সৃজন। সে একই স্কুল থেকে পিএসি ও জেএসি পরিক্ষায় বৃওি লাভ করে।
শামসুর রশিদ জুনিয়র বৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ অসংখ্য প্রতিযোগিতায় সে কৃতিত্ব লাভ করেছে। তাকে নিয়ে তার বাবা-মা ও স্কুল বিশেষভাবে গর্বিত। মেধাবী সৃজন ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তার পিতা পবিত্র রঞ্জন দাস ব্যবসায়ী ও মা বীনা রাণী দাস একজন আদর্শ গৃহীনী। সৃজনের কৃতিত্বে তার স্কুল ও সহপাটিরা বেশ আনন্দ উপভোগ করছে।





