বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের হুসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠন সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
বিদ্যালয়ের নবনির্বাচিত এসএমসি ও পিটিএ কমিটির সদস্যদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি)’র বিদায়ী কমিটির সভাপতি হাজী ইউছুফ আলী। সভায় যুবলীগ নেতা, বিদ্যোৎসাহী সদস্য রুহুল আমীনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত পরিচালনা কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ইসমাইল আলী, সদস্য সচিব করিমা বেগম (প্রধান শিক্ষক), অভিভাবক সদস্য ইরা মিয়া, আজর আলী, ফেরদৌস জাহান শিল্পী, শাহেনা বেগম, বিদ্যোৎসাহী সদস্য সালমা বেগম, আহমদ আলী (ইউপি সদস্য), আতিকুর রহমান (শিক্ষক প্রতিনিধি), মো. ইব্রাহিম মিয়া (উচ্চ বিদ্যালয় প্রতিনিধি)। সভায় স্থানীয় ইউপি সদস্য মো. আহমদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।