রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ঐক্যবদ্ধ থেকে সকল নেতাকর্মীদের নৌকার জন্য কাজ করতে হবে: এমপি হাবিবুর রহমান হাবিব



সিলেট – ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, ঐক্যবদ্ধ থেকে সকল নেতাকর্মীদের নৌকার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার সরকার দেশের সাধারন মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়দীপ চন্দ্রদাস ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিলন এর যৌথ পরিচালনায় এম এ খান অডিটোরিয়ামে ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে সাতটা পর্যন্ত চলে।

অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। সম্মলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত – ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া চেয়ারম্যান।

বক্তব্য রাখেন – মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোজ্জামেল হোসেন রাব্বি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক দেবাংশু কুমার মিঠু প্রমুখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন – ফতহুল হাসনাত চৌধুরী শিমুল। গীতা পাঠ করেন – স্বরুপ দে শংকু। শোকপ্রস্তাব পাঠ করেন গোলাম কিবরিয়া রেজুয়ান আহমদ এ সাংগঠনিক রিপোট পেশ করেন হুসাইন আহমদ।

উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিল্লাদ আহমদ, সামস উদ্দিন সামস, জেলা পরিসদ সদস্য লোকন মিয়া,বালাগঞ্জ উপজেলা আওয়ামী উপদেষ্টা করিম উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক রুনু, নীলু ভুষন দে, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন, মোঃ রফিকুল আলম, মোঃ জুনেদ মিয়া সহ আওয়ামী অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথমে অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ১৫ জন ও  সাধারণ সম্পাদক পদে ১১ জন প্রার্থী হওয়ার কোন সমঝতা না হওয়ার পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলন সম্পন্ন হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!