বালাগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন বিএনপি’র আংশিক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ স্বাক্ষরিত এসব অনুমোদিত কমিটি প্রদান করা হয়।
উপজেলার দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর এবং পূর্ব গৌরীপুর এই ৩টি ইউনিয়ন বিএনপির আংশিক অনুমোদনপ্রাপ্ত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন যথাক্রমে- দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুরুজ আলী, সিনিয়র সহ-সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইজলাল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. দিলু মিয়া।
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হলেন- মো. মনির হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মো. আজম আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনসুর আলী এবং সাংগঠনিক সম্পাদক মো. কাপ্তান মিয়া।
এছাড়া পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হলেন – আব্দুর রব সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মো. চেরাগ আলী, সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ বকুল, যুগ্ম সাধারণ সম্পাদ শাহিন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হলেন ডা. মো. আইন উদ্দিন।
আলাপকালে বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রশিদ উক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।