রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান এহছান কবির চৌধুরীর ‘বীভৎস কারাগার’-এর মোড়ক উন্মোচন



বাংলা একাডেমির অমর একুশের বইমেলাকে সামনে রেখে প্রকাশিত কবি দেওয়ান এহছান কবির চৌধুরীর প্রথম একক কাব্যগ্রন্থ ‘বীভৎস কারাগার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড় রাজপাড়ায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেক কাটা, কবিতা পাঠ এবং গান পরিবেশন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান রায়হান আহমদ হেলন।

সাংস্কৃতিক কর্মী এমএ কাদের জিকুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – যুক্তরাজ্য প্রবাসী আব্বাস আলী, বুরহান উদ্দিন, সমাজসেবী সাহেদ খান, শরিফুল আলম কাদির, অংকুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাছির আহমদ, সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া, কর্পোরেট অফিসার মো. তোবার আলী প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবিতা পাঠ এবং গান পরিবেশন করেন কবি তনিমা খান, সাংস্কৃতিক কর্মী এমএ কাদের জিকু, নাঈম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাতেমা খান, রোকসার খান প্রমুখ।

উল্লেখ্য কবি দেওয়ান এহছান কবির চৌধুরী সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের দেওয়ান আবদুর রসুল চৌধুরীর পুত্র। তিনি বর্তমানে কুয়েতে বসবাস করছেন। ইতোমধ্যে তার একাধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বীভৎস কারাগার তার প্রথম একক কাব্যগ্রন্থ। বাংলা একাডেমির মহান একুশের বই মেলার ৪৮০-৪৮১ নম্বর স্টলে এ বই পাওয়া যাবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!