সিলেট – ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনার সরকার প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গুরত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সবক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিটি কাজ জনকল্যাণমুখী হওয়ায় সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকামার্কার প্রার্থীদের দলমতের উর্ধ্বে উঠে নির্বাচিত করার আহবান জানান।
তিনি গত বুধবার (১৬ ফেব্রয়ারি) বিকালে বালাগঞ্জ পূর্ববাজারস্থ প্রাণিসম্পদ কার্য্যালয়ের সম্মুখে বালাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জাকারিয়া আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসউদ্দিন সামস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আলাল মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসারডাঃ কর্ণ চন্দ্র মল্লিক।
উপস্থিত ছিলেন – জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভুষন দে,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাবুদ্দিন শাহীন, রাজীব আহমদ সহ বিভিন্ন খামারের মালিক বৃন্দ।
বালাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠানটি “লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলপমেন্ট প্রকল্প- এলডিডিপি” এর সহযোগিতায় মাধ্যমে সম্পন্ন হয়।উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জাকারিয়া আহমেদ জানান, করোনায় ক্ষতিগ্রস্ত খামারীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় বালাগঞ্জ উপজেলায় ৩৮৬ জন খামারীকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৩০ লক্ষ টাকা প্রণোদনা দেয়া হয়েছে। সারাদেশে ৪০৭৩৪২ জন খামারীকে প্রায় ৪৬৮ কোটি টাকা প্রণোদনা দেয়া হয়েছে। বালাগঞ্জে লার্জ এনিম্যাল ক্যাটাগরিতে ৩ জন, স্মল এনিম্যাল ক্যাটাগরিতে ৩ জন, পোল্ট্রি ক্যাটাগরিতে ৩ এবং বিশেষ ক্যাটাগরিতে ১ জন (মোট ১০ জনকে) চেকের মাধ্যমে পুরষ্কার, সার্টিফিকেট এবং ১ টি করে ক্রেস্ট দেয়া হয়।
এর আগে সকালে আনুষ্ঠানিক ভাবে বালাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর ফিতা কেটে উদ্বোধন করেন বালাগঞ্জ সহকারী কমিশনার ( ভুমি) সুমাইয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জাকারিয়া আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া,আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুনেদ মিয়া,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাবুদ্দিন শাহীন, দোলন বৈদ্য, পিন্টু দাস প্রমুখ।