রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে মরহুম এমদাদ উল্লাহ্ এণ্ড আলেছা খানম ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ



বালাগঞ্জের আল-ফালাহ্ একাডেমী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ‘মরহুম এমদাদ উল্লাহ্ এণ্ড আলেছা খানম ট্রাস্ট’-এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন- মরহুম এমদাদ উল্লাহ্ এণ্ড আলেছা খানম ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু ফাউণ্ডেশন যুক্তরাজ্যের লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী ইয়াকুব। সভাপতিত্ব করেন একাডেমী শিশু সদন বিভাগের প্রধান হাফিজ মো. কুতুব উদ্দিন এবং পরিচালনা করেন একাডেমীর শিক্ষক আব্দুল করিম।

এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য হাজী মুহাম্মদ আলী গুলশের, একাডেমীর সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান, বর্তমান প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুন নুর, ট্রাস্টের সদস্য হাজী মো. আনোয়ার আলী, হাজী মো. আশরাফ আলী, বাদেশপুর মাদ্রাসার শিক্ষক মশহুদুল হক, মাদ্রাসা বাজারের ব্যবসায়ী মুহিব উদ্দিন, মোরার বাজারের তজমুল আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, একাডেমীর শিক্ষক আব্দুল গনি, মো. পাবলুল হক, আল- আমিন, বরকতপুর সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি মো. শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. লুৎফুল হক শিমুল, ট্রাস্টের সদস্য এমাদুল ইসলাম মাহিম প্রমূখ। অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীকে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!