শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট ৩ আসনে ৯৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে আইনশৃঙখলা বাহিনী



আজ সিলেট ৩ দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ সংসদীয় আসনের উপনির্বাচন। মহামারী করোনায় এ আসনের জনপ্রিয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুর আসনটি শূণ্য হওয়ায় এই উপনির্বাচন।

তিনটি উপজেলায় বিস্তৃত এ আসনে ভোটগ্রহণ হচ্ছে ১৪৯টি কেন্দ্রে। কেন্দ্রগুলোর মধ্যে ৯৩টিকেই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে সিলেটের আইনশৃঙখলা বাহিনী। ইতিমধ্যেই গোটা নির্বাচনী এলাকায় র‌্যাব- পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সিলেট ৩ আসনের ভোট কেন্দ্রগুলোর মধ্যে মহানগর পুলিশের আওতাভুক্ত কেন্দ্রের সংখ্যা ৭৯টি। এই কেন্দ্রগুলোর মধ্যে ৪৯টিকেই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার ও মুখপাত্র বিএম আশরাফ উল্লাহ তাহের।

আর জেলা পুলিশের আওতাভুক্ত কেন্দ্রের সংখ্যা ৭০টি। এরমধ্যে তারা ৪০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র লুৎফুর রহমান।

তারা ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ এ কেন্দ্রগুলোর প্রতি বাড়তি নজরদারির প্রস্তুতির কথাও জানিয়েছেন।

সূত্রঃ সিলেট প্রতিদিন

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!