শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের শিওরখাল পূর্বাশা যুব সংঘের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে গঠিত পূর্বাশা যুব সংঘের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২২ আগস্ট) রাতে সিলেট নগরীর সুবিদবাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ও পূর্বাশা যুব সংঘের উপদেষ্টা রেজওয়ান আলী কয়েছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাশা যুব সংঘের সভাপতি মো. জয়নাল আবেদীন।

সংঘের সাধারণ সম্পাদক মো. সৈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী গিয়াস মিয়া, শিওরখাল ত্রয় পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মনোহর খান, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সংঘের উপদেষ্টা সদস্য আবুল হোসেন, শিওরখাল ত্রয় পঞ্চায়েত কমিটির সদস্য নসিব উল্লাহ, ওয়াহিদ আলী, হিরন খাঁন, পূর্বাশা যুব সংঘের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইরন খান, মাওলানা হারুন খান, বাবুল মিয়া, আফজল খান, তখলিছ মিয়া, সংঘের কার্যকরী  কমিটির – সহ সভাপতি সামসুল খান, সহ সাধারণ সম্পাদক মহসিন খান, অর্থ সম্পাদক শাহনাজ খান, সহ অর্থ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফুজায়েল খান সাজু, সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুকুর রহমান, সহ প্রচার সম্পাদক নজমুল ইসলাম, সহ প্রচার সম্পাদক কয়েছ আহমদ প্রমুখ।

সবশেষে অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা মাওলানা ইউনুছ আহমদ খান। এছাড়া অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!