বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের চেয়ারম্যান, কলেজের আজীবন দাতা সদস্য ও আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মাসুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তৃতা করেন সৌদি আরবের রিয়াদস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. কাপ্তান হোসেন, যুক্তরাজ্যস্থ দেওয়ান আব্দুর রহিম কলেজ পরিচালনা কমিটির সহ-সভাপতি শামছুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক নবীন শিক্ষার্থীদের পড়ালেখা করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে এসব শিক্ষার্থীদের হাত ধরে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি নতুন মাত্রা লাভ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতাকালে সৌদি আরবের রিয়াদস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. কাপ্তান হোসেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের গরিব, অসহায় শিক্ষার্থীদের জন্য নগদ ৫০হাজার টাকা অনুদান প্রদান করেন।
কলেজের প্রভাষক মো. জাকারিয়া টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য আতিকুর রহমান, মখলিছুর রহমান, এনায়েতুর রহমান রাজু, সাবেক সদস্য মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী মুজিবুর রহমান, মিনহাজ চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, প্রভাষক সালেহ আহমদ, গউস উদ্দিন, মো. বাদশা লিটন, ইকবাল হোসেন, ওয়াসিমুর রহমান, মাজহারুল ইসলাম, রওশন জাহান মিলা, এলিজা বেগম, শিক্ষক রুহুল আমিন, রিপন চন্দ্র বর্মণ, আনোয়ার হোসেন, অসিত চন্দ্র দাস, ইব্রাহিম মিয়া, মফিদুল ইসলাম, শিহাব উদ্দিন, সাদেকা বেগম, রুহিনা বেগম, মাসুদা বেগম, হেলাল আহমদ, হাসান আহমদ, মোস্তাদি খান, গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক এমএ কাদির, ফারহান আহমদ চৌধুরী, সমাজকর্মী আব্দুল আহাদ, শামীম আহমদ, শাহজাহান আহমদ, খায়রুল ইসলাম, কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জুনেদ আহমদ, হাসান আহমদ, শাহান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষার্থী সাম্মি আক্তার পলি, সুমা বেগম। এছাড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করা হয়।