গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পলাতক আসামী ছুরত আলী (৩৮) ও শামছুজ্জামান (২৬)কে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান।
এ বিষয়ে গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দীর্ঘ ৫১ দিন অক্লান্ত পরিশ্রম ও নির্ঘুম রাত কাটিয়ে আমরা প্রধান এই ২ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। অভিযানে আমার সাথে থাকা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু এটি নয়, থানায় এজাহারভূক্ত পলাতক সকল আসামিকে গ্রেফতার করতে আমরা তৎপর।
উল্লেখ্য, চলতি বছরের ১লা আগষ্ট বালাগঞ্জ থানায় দায়েরকৃত এই হত্যা মামলায় এর আগে আরোও ৪ জন আসামিকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।