কুয়েতে ফারুক মিয়া (৫১) নামে বালাগঞ্জের এক প্রবাসীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তিনি উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ আজিজপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার স্থানীয় কুয়েত সময় ভোরে তিনি নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে প্রবাসী ফারুক মিয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০০৪ সাল থেকে কুয়েতে প্রবাসী হিসেবে বসবাস করছেন। সর্বশেষ ২০১৯ সালের ১৬জুন তিনি কুয়েতের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। মৃত্যুকালে ৩মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।