সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হযরত মুহাম্মাদ শহীয়াল (রহ.) কালাশাহ এর স্মৃতিবিজড়িত

শিওরখাল গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ ও দুয়া মাহফিল সম্পন্ন



সুলতানুল আওলিয়া হযরত শাহ জালাল ইয়ামনী (রহঃ)-এর অন্যতম সফর সংঙ্গী- হযরত মুহাম্মাদ শহীয়াল (রহ.) কালাশাহ এর স্মৃতিবিজড়িত বালাগঞ্জের শিওরখাল গ্রামবাসীর উদ্যোগে ২দিন ব্যাপী ওয়াজ ও দুয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৪ ও ২৫ পৌষ ১৪২৯ বাংলা (রোববার ও সোমবার) প্রতিদিন বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত এই মাহফিল মঙ্গলবার মধ্যরাতে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল জামে মসজিদ প্রাঙ্গনে গহরপুর জামিয়ার মুহতামিম ও কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সহসভাপতি মাওলানা হাফিজ মুসলেহ উদ্দিন রাজুর সভাপতিত্বে এবং জামিয়ার শিক্ষাসচিব মুফতি আনোয়ার হোসেন এর পরিচালনায়- মাহফিলে নসিহত পেশ করেন- শায়খুল হাদিস আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী, মাওলানা আব্দুর রহমান (কলুমার হুজুর), মাওলানা আবুল হাসান জকিগঞ্জ, মাওলানা নজমুদ্দীন কাসেমী সিলেট, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গল, মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু সুলতানপুরী, মাওলানা আবুল কালাম আজাদ চুনারুঘাট, মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুর, মাওলানা ইউনুস খান, সুফিয়ান খান প্রমুখ।

মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন- জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই উমরপুরী।মাহফিলে সংগীত পরিবেশন করেন- বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী মাওলানা আহমদ আব্দুল্লাহ, মাওলানা ফয়েজ আহমদ শাহরুখ, মাওলানা শেখ এনাম, মাওলানা ফরহান মাহদি এবং আন-নূর সাংস্কৃতিক কাফেলার শিল্পীবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!