বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টাকিরমুরা বিদ্যালয়ে প্রবাসী হোসেন আহমদের দেড় লাখ টাকা অনুদান হস্তান্তর



সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের স্বত্তাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী, যুক্তরাজ্য প্রবাসী হোসেন আহমদ, সালেহ আহমদ এবং আলী আহমদের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের টাকিরমুরা (বেসরকারি) প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামো উন্নয়নে দেড় লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৯ মে) দুপুরে এক অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর কাছে এ অনুদান হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সদস্য শহিদুর রহমান শাহীন। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী মো. সাইদ আলী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সদস্য মনজ্জির আলী, বিশিষ্ট সমাজকর্মী বদরুল ইসলাম জয়দু, আব্দুল আহাদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, টাকিরমুরা জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি সফিক মিয়া, শিক্ষানুরাগী মো. লোকমান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জরাজীর্ণ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে দেড় লাখ টাকা নগদ অনুদান প্রদানের জন্য শিক্ষানুরাগী, সমাজকর্মী, যুক্তরাজ্য প্রবাসী হোসেন আহমদ, সালেহ আহমদ এবং আলী আহমদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের প্রয়াত পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আছাব আলীর রুহের মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!