অনুমোদিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আমির হোসেন নুরু। কলেজের অধ্যক্ষকে সদস্য সচিব করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন হাবিবুর রহমান নেফুর (দাতা সদস্য), জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সদস্য আব্দুল কাদির এবং আব্দুল জলিল।
সংশ্লিষ্ট পত্রে উল্লেখ করা হয়েছে যে ‘উপর্যুক্ত বিষয়ে ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি প্রবিধানমালা-২০০৯ এর ধারা ৪৮ অনুযায়ী অত্র শিক্ষা বোর্ড কর্তৃক নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত তাঁর কলেজের নির্বাহী কমিটিকে প্রথম সভার তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য অনুমোদন দেয়া হলো’। এছাড়াও ‘পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কমিটির প্রথম সভা অনুষ্ঠান করে অত্র শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে’ বলে পত্রে উল্লেখ রয়েছে।