রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের রাধাকোনা গ্রামে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায় এর উঠান বৈঠক অনুষ্ঠিত



বালাগঞ্জে তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর রাধাকোনা গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহিলারা সমাজের অপরিহার্য অংশ। মহিলারা তথ্য জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার উদ্যোগের অংশীদার হতে পারেন।

ইউপি সদস্য আব্দুস সহিদ দুলাল এর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব ও প্রধান আলোচক ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। আলোচনায় আরো অংশনেন তথ্য (আপা) কর্মকর্তা আশরাফুন্নাহার।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – তথ্য সহকারি তামান্না বেগম, লাভনী আক্তার, সাংবাদিক জাগির হোসেন ও সহায়ক রফিক মিয়া প্রমুখ।

পরিশেষে উপস্থিত সকলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!