সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে সফররত বাংলাদেশের সংসদ সদস্যদের সাথে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ‘বিশেষ ট্রাইবুন্যাল’ গঠনের দাবির সাথে একাত্মতা প্রকাশ



যুক্তরাজ্য প্রবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে একটি ‘বিশেষ ট্রাইবুন্যাল’ গঠনের দাবি জানিয়েছেন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকের নেতৃবৃন্দ। বর্তমানে যুক্তরাজ্য সফররত এমপি ঢাকা – ১৭ আসনের আকবর হোসেন পাঠান (ফারুক), হবিগঞ্জ – ১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ও টাঙ্গাইল – ৭ আসনের এমপি মো: আকাব্বার হোসেন এর সাথে এক বিশেষ সাক্ষাতে সংগঠনের প্রেসিডেন্ট মো: রহমত আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল হোসেন ও সদস্য মিসবাহ কামাল এ দাবি জানান।

তিন জন সংসদ সদস্য-ই নেতৃবৃন্দের এই  দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। এবং এ প্রস্তাব মহান জাতীয় সংসদে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁরা উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রার যোগানদাতা প্রবাসীদের সমস্যা সমাধানে বর্তমান সরকার বিশেষ করে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে আন্তরিক। তাই তাঁদের সমস্যা সমাধানে এ দাবিটিও অত্যন্ত যৌক্তিক হিসাবে তা মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরবেন।

হিউম্যান রাইটস নেতৃবৃন্দ সাক্ষাৎকালে আরো উল্লেখ করেন যে, প্রবাসীরা বিশেষ করে তাঁদের জায়গা-জমি সমস্যা ও মিথ্যা মামলায় অহরহ হয়রানির শিকার হচ্ছেন। এতে অনেকেই দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। তা ছাড়া দেশে গেলে নানা প্রকার নিরাপত্তাহীনতায় থাকেন। সুতরাং এ সমস্ত সমস্যা সমাধানে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু প্রবাসীরা নন তাদের পরবর্তী প্রজন্মও দেশ ত্যাগ করতে বাধ্য হবে। যার ফলশ্রুতিতে দেশের প্রবাসী পরিবার ও সরকার তাদের উপার্জনের সুযোগ লাভ থেকে সম্পুর্ণরুপে বঞ্চিত হবে।

উল্লেখ্য, হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ প্রবাসীদের নানা সমস্যা সমাধানে বিশেষ করে জয়গা জমি সমস্যার নিরসনকল্পে নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তা ছাড়া প্রবাসীদের স্মাট কার্ড প্রদান, সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু প্রভৃতি ব্যপারে কাজ করে যাচ্ছে। গত ২৮ জুলাই এ উপলক্ষ্যে যুক্তরাজ্যে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করে ও এতে অনেক ভুক্তভোগীদের সমস্যার কথা সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ সরাসরি শুনেন এবং তাদের আইনী সহযোগিতার লক্ষ্যে কাজ করে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!