শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের জামালপুরে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত



যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। কারণ বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গেলে দেশ আবার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আস্তানায় পরিণত হবে। দেশের উন্নয়ন, অগ্রযাত্রা স্তব্ধ হয়ে যাবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছেন। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যুক্তরাজ্য, যুক্তরাস্ট্র, কানাডা প্রভৃতি দেশের সরকার প্রধানরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়। ৬৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের টেকসই উন্নয়ন কাজ শুরু হওয়ায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে মিসবাউর রহমান মিসবাহ বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখতে মাহমুদ উস সামাদ চৌধুরীর যোগ্য নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।

আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মইনুল ইসলাম। বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মো. সিরমান উদ্দিনের পরিচালনায় বৈঠকে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ কুতুব, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন আহমদ, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হুসন আলী, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা মোজাম্মিল আলী, সামছুদ্দিন সামু, ইলিয়াস মিয়া, আব্দুল কালাম, সেলিম উদ্দিন, দিলু মিয়া, সেলিম আহমদ, প্রবীণ মুরুব্বি তাহির আলী, ইন্তাজ আলী, আব্দুল মিয়া, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ছুটন, খন্দকার সালেহ আহমদ, শাহ এনাম আহমদ, খন্দকার রেজওয়ান আহমদ, সেবুল খান, ছাত্রলীগ নেতা খন্দকার রেদওয়ান, রিয়াদ আহমদ, হাবিবুর রহমান ইমরান, রাজু আহমদ, ফারহান আহমদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!