বিপিএলে এর আগে নিজেদের তিন ম্যাচে একবারই টস জিতেছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেটি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে শেষ ম্যাচে। পরে ব্যাটিংয়ে নেমে ম্যাচটি জিতেছিলেন মাশরাফি। আজ টস জেতায় তাই সম্ভবত সিদ্ধান্তটি পাল্টাননি তিনি। উইকেটও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। রংপুর অধিনায়ক মাশরাফি নিজেই বলেছেন, ‘আগে ফিল্ডিং করতে চাই। মনে হচ্ছে উইকেটে আর্দ্রতা আছে। দলে কোনো পরিবর্তন নেই।’
ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য আগে ব্যাটিং পেয়ে খুশি। কারণ টস জিতলে তিনি আগে ব্যাটিং-ই করতেন। সাকিব বলেন, ‘আমরা টস জিতলে আগে ব্যাটিং-ই করতাম। দলে একটি পরিবর্তন আনা হয়েছে।’