মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি



দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ঢাকা ডায়নামাইটস। রংপুর রাইডার্স তিন ম্যাচে দুই জয়ে তালিকায় দ্বিতীয়। নিট রান রেটে ঢাকার চেয়ে পিছিয়ে থাকলেও জিতলে ঢাকাকে হটিয়ে শীর্ষে উঠবে রংপুর। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচটা তাই দুই দলের জন্যই শীর্ষস্থানের লড়াই—ঢাকার জন্য শীর্ষস্থান ধরে রাখার আর রংপুরের জন্য শীর্ষস্থান দখলের।

বিপিএলে এর আগে নিজেদের তিন ম্যাচে একবারই টস জিতেছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেটি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে শেষ ম্যাচে। পরে ব্যাটিংয়ে নেমে ম্যাচটি জিতেছিলেন মাশরাফি। আজ টস জেতায় তাই সম্ভবত সিদ্ধান্তটি পাল্টাননি তিনি। উইকেটও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। রংপুর অধিনায়ক মাশরাফি নিজেই বলেছেন, ‘আগে ফিল্ডিং করতে চাই। মনে হচ্ছে উইকেটে আর্দ্রতা আছে। দলে কোনো পরিবর্তন নেই।’

ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য আগে ব্যাটিং পেয়ে খুশি। কারণ টস জিতলে তিনি আগে ব্যাটিং-ই করতেন। সাকিব বলেন, ‘আমরা টস জিতলে আগে ব্যাটিং-ই করতাম। দলে একটি পরিবর্তন আনা হয়েছে।’

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!