রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে শাহজালাল ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান



দক্ষ জনগোষ্ঠি গড়ে তুলতে এবং অর্থনৈতিক সাফল্যের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। নিজেদের স্বাবলম্বি করে তুলতে প্রতিটি নাগরিককে কাজের ক্ষেত্র প্রস্তুত এবং কাজের মধ্যেই নিয়োজিত থাকতে হবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষা একটি বড়ো ধরনের সহায়ক শক্তি।

গতকাল বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকালে ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ট্রেনিং একাডেমির উদ্যোগে তিন মাসব্যাপী কম্পিউটার, সেলাই ও ভূমি জরিপ প্রশিক্ষণের শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

বক্তারা আরও বলেন, শাহজালাল ট্রেনিং একাডেমি দক্ষ জনশক্তি গড়ে তুলতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তা একটি মাইলফলক হিসেবে কাজ করছে। বক্তারা সকল প্রশিক্ষণার্থীদের নিজ নিজ যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে নিজেদের পরিবার ও স্বজনদের জন্য কাজ করা আহবান জানান।

খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমএ শহীদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলাম। শাহজালাল ট্রেনিং একাডেমির সহকারী সুপারভাইজার ও প্রশিক্ষক সুজেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শাহজালাল ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জুয়েল রানা, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, প্রবীণ সমাজকর্মী আব্দুল ওয়াদুদ মানিক মাস্টার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, শাহজালাল ট্রেনিং একাডেমির প্রধান প্রশিক্ষক ও সুপারভাইজার মাছুম আহমদ, প্রশিক্ষক রেজাউল করিম মুন্না, প্রশিক্ষণার্থী শারমিন বেগম বেলী, লাইজু আক্তার চামেলি, ফারহানা আক্তার পপি, ফাতেমা বেগম জেসি, ফারজানা হাসান খান, ওসমান গণী সানি প্রমুখ।

অনুষ্ঠানে কম্পিউটার, সেলাই, এবং ভূমি জরিপ প্রশিক্ষণপ্রাপ্ত ৩২জন যুবক-যুবতীকে সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!