বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৃথক এই দুই সভায় যথাক্রমে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওউপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব।
আলোচনায় অংশনেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুছ মিয়া, উপজেলা প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, মেডিক্যাল অফিসার ডাঃ তোফায়েল আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকীব ভুইয়া,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদা বেগম, প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোশাইদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জসিম উদ্দিন সরকার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আশরাফুন্নাহার, বিআরডিবি কর্মকর্তা রিপন আহমদ, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস,পশ্চিম গৌরিপুরের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম,বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ-সভাপতি হুসাইন আহমদ, সিলেট – ৩ আসনের এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, উপজেলা জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানের সিএ সিরাজুল ইসলাম, ইউএনও সিএ মোঃ দারা মিয়া, সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন সহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৮৯তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে শুরু হওয়া সভায় বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের চাম্পারকান্দি গ্রামে সাহাব উদ্দিন হত্যাকান্ডের ক্লু ও আসামিকে আটক করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানানো হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুমোদন বিহীন কোন গরু-ছাগলের হাট বসালে আইনগত ব্যবস্থা নেয়া। পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে যে ঘটনা ঘটেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া। ইউনিয়ন পর্যায়ে মশার লাভা ধ্বংসের জন্য কীটনাশক ব্যবহার করা ও ধান ক্রয়ে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা, যাতে মধ্যসত্ত্ব ভোগী সুযোগ না পায় সে দিকে লক্ষ রাখা। এবং উপজেলার সামগ্রিক উন্নয়ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বড়ভাগা নদীর উপর শেখ হাসিনা সেতু নির্মাণ কাজ সম্পর্কে ও আলোচনা হয়। পরে সিলেট – ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ- উস- সামাদ চৌধুরীর ঐচ্ছিক তহবিল থেকে অর্থ প্রদান করা হয়।