বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে সভার আলোচনায় অংশ নেন – সহকারী কমিশনার ( ভূমি) পলাশ মন্ডল, বালাগঞ্জ থানার এস আই মোঃ নুরুজ্জামান, পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদ গাজী, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল আলম, বালাগঞ্জ উপজেলা প্রসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সিএ দারা মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।
বালাগঞ্জ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী ঈদ উল আযহা ও নির্বাচনে আরো সুন্দরভাবে পরিচালিত হওয়ার কথা সভায় উল্লেখ করা হয়। তাছাড়া সভায় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার গ্রাম পুলিশের ৫ মাসের বেতনসহ এক মাসের বোনাস প্রদান করা হয়েছে বলে জানান।