আরব আমিরাতের আজমান শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেছেন বালাগঞ্জের ৩সন্তানের জনক আব্দুল জব্বার শাহান (৩০)। শাহান উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের মৃত রাশিদ উল্লাহর পুত্র।
স্থানীয় সময় গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত ভোর ৪টায় ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর পরিবারে স্ত্রী, ৩পুত্র, মা এবং ৪ভাই ও ২বোন রয়েছেন। শাহানের মৃতদেহ দেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে বলে শাহানের চাচা মাসুক মিয়া এবং ছোট ভাই রায়হান আহমদ জানিয়েছেন। এদিকে শাহানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী এ মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার শাহান মাত্র আড়াই মাস আগে আরব আমিরাত গমন করেন। সেখানে তিনি আরও দুই প্রবাসীসহ একই বাসায় থাকতেন। ঘটনার দিন ভোরে বাসার অন্য দু’জন তাদের কর্মস্থলে চলে যান। পরবর্তীতে শাহান নির্ধারিত সময়ে কর্মস্থলে না যাওয়ায় সকালে একজন ফিরে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।