বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের সভাপতিত্বে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর।
আলোচনায় অংশনেন – বালাগঞ্জের ইউএনও এর অতিরিক্ত দায়িত্বে থাকা ফেঞ্চুগঞ্জ ইউএনও মোঃ জসীম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সামস্ উদ্দিন সামস্, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর এজিএম মোঃ আব্দুল বাতেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ এম শাহরিয়ার, এ এস আই অপু দাস গুপ্ত, আনসার ভিডিপির মুন্না, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শ্রী শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও বাপসার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রঙ্গেশ কুমার দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দীন শাহিন, উপজেলা পূজা পরিষদের সহসভাপতি লাল মোহন দাস নান্টু, প্রদীপ দাস, স্বরুপ দে শংকু, রনজিত বৈদ্য অমিত, যুগ্ম সাধারণ সম্পাদক পুলক দাস দুরন্ত, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কুমার দাস, কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথ, রবীন্দ্র কুমার দাস, বালাগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু দেবনাথ, উপজেলা পূজা পরিষদের সদস্য শিক্ষক সুভাষ ধর, রিংকু দাস, পিন্টু দাস, প্রমোদ দাস, হরেশ দাস, রিন্টু দাস, সবুজ দাস, নিউটন দাস, বালাগঞ্জ উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমল দাস আপন, সঞ্জয় দাসসহ প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদক, পূজা পরিষদ ঐক্য পরিষদ, বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ।
মতবিনিময় সভায় পূজামন্ডপের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলায় ৩১টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে পূজা পালনের নিমিত্তে সার্বক্ষণিক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। কোনো স্থানে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মোবাইল টিম সব সময় প্রস্তুত থাকবে।