বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রশিক্ষণে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ইউপি চেয়ারম্যানবৃন্দ



বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)- এ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিপিডি) – এর আওতায় উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণের জন্য তিন দিন মেয়াদী (১৯ – ২১ নভেম্বর) ‘উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ’ কোর্সে বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ইউপি চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেছেন।

উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পরিচালক (পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন) ড. মাসুদুল হক চৌধুরী এবং সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যুগ্ম পরিচালক মোঃ আবদুল মান্নান। কোর্স সমন্বয়ক সহকারী পরিচালক কামরুল হাসান।

এই কোর্সে জনপ্রতিনিধিদের মধ্যে বালাগঞ্জ হতে প্রশিক্ষণ নিচ্ছেন  – বালাগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ এইচ এম শাহরিয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাসসহ অন্যান্যরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!