বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে। তাই নির্বাচনকে ঘিরে চলছে নানা প্রচার প্রচারণা। এতে প্রতিদ্বন্দ্বী করছে সাফরন ও ভিশন দুটি প্যানেল।
নির্বাচনকে কেন্দ্র করে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের রমফোর্ড-এর একটি রেস্তোরায় ইউরোপ থেকে আগত ব্রিটেনে বসবাসকারী বিভিন্ন কারী ব্যবসায়ীদের সাথে নিয়ে এক প্রচারণা সভার আয়োজন করে অলী-মিটু-টিপু পরিষদ। সভায় বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ আবেদ রাজার সভাপতিত্বে ও কারী ব্যবসায়ী ফাইজুল হকের পরিচালনায় সভায় ইউরোপ থেকে আগত প্রায় শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
এ সময় সাফরন প্যানেলের সভাপতি প্রার্থী অলী খান (এমবিই) উপস্থিত সকলের সাথে পরিচয় পর্ব এবং বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরাসহ আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন।
এ সময় সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফকরুল ইসলাম বাদল, খসরুজ্জামান খসরু, এডভোকেট হালিম বেপারী, এনটিভি ইউরোপের প্রেজেন্টার এম এ জলিল খান, সফিক উদ্দিন ভূইয়া বাবু, আলী আকবর খোকন, এম ডি আব্দুল বাতেন, আবুল হাসান মুজাহিদ, এম হুসাইন টুটুল, শরীফ উদ্দিন ভূইয়া, সোহাগ, সেলিম সাহা, ডালিয়া লাকুরিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি