বৃটেনে সরকার দেশটির নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য নগদ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। আগামী অর্থবছরে জীবনযাত্রায় সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সর্বোচ্চ ৯০০ পাউন্ড করে দেয়ার ঘোষণা দেয়া হয়। মঙ্গলবার (০৩ জানুয়ারি) দেশটির কর্মসংস্থান ও পেনশন বিভাগ এই ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।
বৃটেনে কর্মসংস্থান ও পেনশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নগদ অর্থ সুবিধাপ্রাপ্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে।
এর আগে এক অনুষ্ঠানে এই সহায়তার কথা বলেছিলেন চ্যান্সেলর জেরেমি হান্ট। একই সময় তিনি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচনের কথাও বলেছিলেন। তবে সে সময় এই সহায়তা প্রদানের সময় সম্পর্কে কিছু জানানো হয়নি।
বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির ৬০ লাখ প্রতিবন্ধীর জন্য প্রত্যেককে ১৫০ পাউন্ড করে দেয়া হবে। আর পেনশনভোগী ৮০ লাখের বেশি মানুষকে দেয়া হবে ৩০০ পাউন্ড করে।
এর আগে গত বছর করোনা মহামারি ও অর্থনৈতিক সংকটে জীবনযাত্রা ব্যয় মেটানোতে হিমশিম খাওয়া পরিবারগুলোকে ১ হাজার ২০০ পাউন্ড করে নগদ আর্থিক সহযোগিতা দেয়া হয়েছিল।