শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম টেস্টে স্পিন জাদুতে বাংলাদেশের দাপুটে জয়



স্পিন জাদুতে চট্টগ্রাম টেস্টে সফরকারী উইন্ডিজকে ৬৪ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এ জয়ের ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পাওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১২৫ রানে। এতে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান। তবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উইন্ডিজ। মাঝখানে শিমরন হেটমিয়ার (২৭) ও সুনীল আমব্রিস (২১) বিপর্যয় সামলানোর চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। শেষদিকে আমব্রিইওস ও ওয়ারিক্যান দৃঢ়চেতা ব্যাটিং করে জয়ের আশা জিইয়ে রাখেন। যদিও আমব্রিস ৪৩ ও ওয়ারিক্যান ৪১ ররান করে ফেরেন সাজঘরে। শেষপর্যন্ত উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১৩৯ রানে।  বাংলাদেশের পক্ষে তাইজুল ৬টি এবং সাকিব ও মিরাজ ২টি করে উইকেট লাভ করেন।

এর আগে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে শুরুতেই উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে হারায় বাংলাদেশ। দলীয় ৬৯ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৯ রানের মাথায়। মুশফিক সাজঘরে ফেরার পর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। দলীয় ১০৬ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মিরাজ। ব্যক্তিগত ১৮ রানে তিনি দেবেন্দ্র বিশুর বলে শেন ডওরিচের হাতে ক্যাচ তুলে দেন।

মিরাজের বিদায়ের পর একে একে রিয়াদ, নাঈম হাসান ও তাইজুল ইসলামকেও হারায় স্বাগতিক দল। রিয়াদের ৪৬ বলা খেলা ৩১ রানের ইনিংসই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। উইন্ডিজের পক্ষে দেবেন্দ্র বিশু চারটি, রস্টন চেজ তিনটি, জমেল ওয়ারিক্যান দুটি এবং শ্যানন গ্যাব্রিয়েল একটি উইকেট শিকার করেন।

এর আগে মুমিনুল হকের শতকের উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৪৬ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। তবে দলটি ঘুরে দাঁড়ায় নিজেদের বোলিং আক্রমণ দিয়ে। ৭৮ রানের লিডধারী বাংলাদেশকে মাত্র ১২৫ রানেই অলআউট করে সফরকারীরা। এতে দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৫.৫ ওভারে ১২৫ (আগের দিন ৫৫/৫) (মুশফিক ১৯, মিরাজ ১৮, মাহমুদউল্লাহ ৩১, নাঈম ৫, তাইজুল ১, মুস্তাফিজ ২*; রোচ ১-০-১১-০, ওয়ারিক্যান ১৬-২-৪৩-২, চেইস ৬.৫-১-১৮-৩, বিশু ৯-০-২৬-৪, গ্যাব্রিয়েল ৩-০-২৪-১)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস:(লক্ষ্য ২০৪) ৩৫.২ ওভারে ১৩৯ (ব্র্যাথওয়েট ৮, পাওয়েল ০, হোপ ৩, আমব্রিস ৪৩, চেইস ০, হেটমায়ার ২৭, ডাওরিচ ৫, বিশু ২, রোচ ১, ওয়ারিক্যান ৪১, গ্যাব্রিয়েল ০*; সাকিব ৭-০-৩০-২, নাঈম ৭-১-২৯-০, তাইজুল ১১.১-২-৩৩-৬, মিরাজ ৮-১-২৭-২, মুস্তাফিজ ২-০-১১-০)।

ফল: বাংলাদেশ ৬৪ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: মুমিনুল হক

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!