বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল সোমবার (১১ই নভেম্বর) স্থানীয় আকুলশাহ্ শপিং সিটিতে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহের সভাপতিত্বে ও যুুগ্ন আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরীর পরিচালনায় উক্ত অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রাজা, সহসভাপতি মিছবা আহমদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু বিজন কুমার দেবনাথ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হামিদ, আলমগীর জামান বুলবুল, লিমন খান, রনি আহমদ, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক এমাদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম, ২নং মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সানী আহমদ, সাধারণ সম্পাদক সানী আহমদ, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন সাদ্দাম, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেল আহমদ, সাধারণ সম্পাদক মোস্তফা মারুফ রাজু , ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আহমেদ বিন আলমাছ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ