হযরত শাহজালাল (র.) যুব পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) নগরের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
এসময় সর্ব-সম্মতিক্রমে সৈয়দ রাজন আহমেদকে সভাপতি, জাকারিয়া ইমরুলকে সাধারণ সম্পাদক এবং ইমাম উদ্দিন কামালকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংগঠনের কার্যপ্রণালি সম্পর্কে জানিয়ে নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ রাজন আহমেদ এবং সাধারণ সম্পাদক জাকারিয়া ইমরুল বলেন, হযরত শাহজালাল(র.) যুব পরিষদ একটি সামাজিক সংগঠন। আমরা মানবসেবাকে ইবাদত মনে করি। আর্থমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখাটাই মুলত এই সংগঠনের কাজ।
‘আর্থমানবতার সেবায় সচেষ্ট, অসহায় মানুষের পাশে দাড়াই’- এই শ্লোগানকে সামনে রেখে হযরত শাহজালাল(র.) যুব পরিষদ আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।