রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী লেখক হাজী লাল মিয়ার ‘আলোর দিশারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন



যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাসী গ্রামের কৃতি সন্তান লেখক হাজী লাল মিয়ার ‘আলোর দিশারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আলোর দিশারী গ্রন্থের মোড়ক উন্মোচন

রবিবার (১৫ জুলাই) সকাল ১২ ঘটিকায় বালাগঞ্জের মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপুর্ব দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ লয়লু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জহির আলী, যুক্তরাজ্য প্রবাসী লুতফুর রহমান মিয়া, শামছুল ইসলাম মিয়া, ফয়সল ইসলাম মিয়া, ফখরুল ইসলাম মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুশ শহীদ, সহকারী শিক্ষক মাওলানা নাসির উদ্দিন, মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল ওয়াহিদ, ওয়াকিল আহমদ, আব্দুল মতিন, রুমা বেগম প্রমুখ।

উল্লেখ্য যে, লেখক হাজী লাল মিয়া আলোর দিশারী সহ আরো একাধিক গ্রন্থ রচনা করেছেন। যা দেশ ও বিদেশের পাঠক মহলের প্রশংসা কুড়িয়েছে।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!